Tuesday, 12 October 2010

Pc Driver নামিয়ে নিন সহজে!

বন্ধুরা এখন যে Software টি নিয়ে আমরা আলোচনা করব- তার নাম 3DP chip. বন্ধুরা খুবই কাজের হয়ে দাঁড়ায় এই Softwareটি যখন হাতের কাছে ঢাল-তলোয়ার থাকে না, থাকে শুধু Pc নামক জড় পদার্থটি! হ্যা আমি ড্রাইভারের কথাই বলছি যা ছাড়া আপনার -আমার Pc অচল। হঠাৎ করে অসাবধানতাবসত Pc ফরমেট হয়ে গেলে, Xp নতুন করে Set up দিলে আর Driver Cd টি তখন ঠিকমত কাজ না করলে অসহায়ের সহায় হবে এই Software টি। যার সাইজ মাত্র ৪৮৩.k.b. কিন্তু এটি এত সহজে যে কোন কম্পিউটারের (কোম্পানির) ড্রাইভারগুলিকে খুঁজে দেয় তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আগেই বলেছি সফট্ওয়ারটির নাম 3DP chip.














সফট্ওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোড শেষ হলে রান করুন এবং
এই সফট্ওয়ারটি দিয়ে যেভাবে ড্রাইভার ডাউনলোড করবেন তা নিচে দেখুনঃ
ছবিতে উল্লেখিত Driver গুলি থেকে দরকারী ড্রাইভার এর ঘরে Click করুন



নির্দেশিত মতে এগিয়ে চলুন।
কাজ হয়ে যাবে।
দোয়া করবেন।


No comments:

Post a Comment